মেটার স্মার্টগ্লাস বিপ্লব: বছরে ১ কোটি বিক্রির লক্ষ্য
আমেরিকান টেক জায়ান্ট মেটা তাদের স্মার্টগ্লাস এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট নিয়ে কতটা উচ্চাকাঙ্ক্ষী, তা নতুন করে বলার কিছু নেই। মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ২০২৫ সাল মেটার এআই সক্ষম স্মার্টগ্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে। এবার জানা গেল, মেটা প্রতি বছর ১ কোটি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
২০২৪ সালে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি করেছে। জাকারবার্গের মতে, ২০২৫ সালে এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে। তবে মেটার আরও বড় পরিকল্পনা রয়েছে, যা প্রকাশ করেছে রে-ব্যান স্মার্টগ্লাসের নির্মাতা এসিলরলাক্সোটিকা।
২০২৬ সাল থেকে বছরে ১ কোটি স্মার্টগ্লাস উৎপাদন
বিশ্বখ্যাত গ্লাস নির্মাতা এসিলরলাক্সোটিকা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত ২০ লাখেরও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি হয়েছে। তবে ২০২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বছরে ১০ মিলিয়ন (১ কোটি) স্মার্টগ্লাস তৈরির পরিকল্পনা করছে। এর মানে দাঁড়ায়, মেটাও বছরে ১ কোটি স্মার্টগ্লাস বিক্রির লক্ষ্যে কাজ করছে।
এসিলরলাক্সোটিকার সিইও ফ্রান্সেসকো মিলেরি জানিয়েছেন, ভবিষ্যতে একজোড়া স্মার্টগ্লাসই হবে মানুষের দৈনন্দিন জীবনের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম। ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও জানান, মেটার সাথে তাঁদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।
শুধু রে-ব্যান নয়, এবার ওকলেও
এসিলরলাক্সোটিকা শুধু রে-ব্যান স্মার্টগ্লাসই নয়, বরং তাদের ওকলে ব্র্যান্ডের গ্লাস নিয়েও মেটার সাথে কাজ করতে চায়। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটাও ওকলে স্মার্টগ্লাস তৈরিতে আগ্রহী।
মেটার লক্ষ্য: স্মার্টগ্লাসে এআই ও সাবস্ক্রিপশন সুবিধা
মিলেরি আরও জানিয়েছেন, মেটার স্মার্টগ্লাসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ও সাবস্ক্রিপশন-ভিত্তিক সেবা যুক্ত করা হবে। এসিলরলাক্সোটিকা চায়, মেটার মাল্টিমডাল এআই ফিচারগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক।
মেটার রিয়েলিটি ল্যাবস বিভাগ এরই মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এআর ও ভিআর প্রযুক্তি পণ্য তৈরিতে।
নিউরাল রিস্টব্যান্ডসহ নতুন স্মার্টগ্লাস
খবরে জানা গেছে, মেটা চলতি বছরই ডিসপ্লে-সমৃদ্ধ একটি নতুন স্মার্টগ্লাস আনতে পারে, যা নিউরাল রিস্টব্যান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে ধারণা করা হচ্ছে, মেটা স্মার্টগ্লাসের পাশাপাশি নতুন প্রযুক্তিও নিয়ে আসছে।
দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব
২০২৩ সালের সেপ্টেম্বরে মেটা ও এসিলরলাক্সোটিকা দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ঘোষণা দেয়, যা ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হবে।
উপসংহার
মেটা এখন শুধু স্মার্টগ্লাস বিক্রি করছে না, বরং এটি ভবিষ্যতের এক নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে। এআই, সাবস্ক্রিপশন সেবা, ও নিউরাল রিস্টব্যান্ড—সব মিলিয়ে স্মার্টগ্লাস হতে পারে আগামী দিনের স্মার্টফোনের বিকল্প। ২০২৬ সাল থেকে বছরে ১ কোটি ইউনিট বিক্রির লক্ষ্যে মেটা এগিয়ে যাচ্ছে—এটাই তাদের উচ্চাভিলাষী পরিকল্পনার ইঙ্গিত।