১৫ বছরে পদার্পণ বরিশাল বিশ্ববিদ্যালয়

barishal university 15 years

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পথে সকলের সহযোগিতা কামনা করেন।  

পরে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক মো. মামুন অর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।  

র‌্যালিটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।  

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

দক্ষিণবঙ্গের শিক্ষার বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয় ২০১১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে এবার ১৫ বছরে পদার্পণ করলো বিশ্ববিদ্যালয়টি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url