চ্যাম্পিয়নস ট্রফির সূচি দেখে নিন
বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শুরু হতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এবারের আসরে অংশ নিচ্ছে ৮টি দল, আর মোট ম্যাচ হবে ১৫টি। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার জন্য লড়াই করবে বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলো।
টুর্নামেন্টের কাঠামো
আটটি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনাল জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে চ্যাম্পিয়নের মুকুট পরার জন্য।
উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। তবে ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ফাইনাল লাহোরে আয়োজনের পরিকল্পনা করা হলেও বিকল্প হিসেবে দুবাই-এর কথাও ভাবা হচ্ছে। এটি নির্ভর করছে ভারত ফাইনালে উঠবে কি না তার ওপর। যদি ভারত ফাইনালে উঠে, তবে নিরাপত্তার কারণে ফাইনাল দুবাইয়ে স্থানান্তরিত হতে পারে।
এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে। দীর্ঘদিন পর আইসিসির এই টুর্নামেন্টে সেরা দলগুলোর লড়াই আবারও বিশ্ব ক্রিকেটকে রোমাঞ্চিত করবে।
কোন দলে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান