আগামী শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে

 

Dhaka Sylhet Road

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর মেরামত কাজের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা থেকে ১ মার্চ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।  

সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুশিয়ারা নদীর উপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত করা হবে। এই সময়ে সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।  

বিকল্প রুট:

ঢাকা-সিলেট রুট:  

➡️ শায়েস্তাগঞ্জ → মিরপুর (বাহুবল) → শ্রীমঙ্গল → মৌলভীবাজার → ফেঞ্চুগঞ্জ → সিলেট  

শেরপুর (মৌলভীবাজার)-সিলেট রুট: 

➡️ শেরপুর (মৌলভীবাজার) → মৌলভীবাজার → ফেঞ্চুগঞ্জ → সিলেট  

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুট: 

➡️ সৈয়দপুর বাজার (নবীগঞ্জ) → রানীগঞ্জ → জগন্নাথপুর → সুনামগঞ্জ  

যাত্রী ও পরিবহন চালকদের এই সময়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url