চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি

India and Pakistan games Champions Trophy
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি। এএফপি


ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই হতে যাচ্ছে আগামীকাল। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে ভারতকে ফেবারিট মানছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। ব্যাটিং এবং বোলিং—দুই বিভাগেই ভারত রয়েছে দুর্দান্ত ফর্মে। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করা পাকিস্তান ব্যাটিং নিয়ে হতাশায় রয়েছে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের নিয়ে গড়া বোলিং বিভাগও বেশ কিছুদিন ধরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না।  

সব মিলিয়ে, ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে পাকিস্তানকেই বেশি চাপে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী পর্যন্ত মনে করেন, তাঁর দেশ যদি ভারতকে হারায়, সেটি হবে অঘটন।  

এক ইউটিউব চ্যানেলে আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে বাসিত আলী বলেন, ‘আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, ৮০ শতাংশ মানুষই বলছে ভারত সহজ জয় পাবে। এমনকি আমিও তাই মনে করি। পাকিস্তান যদি ভারতকে হারিয়ে দেয়, সেটি হবে অঘটন।’  

প্রায় ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে ফিরেছে। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে পারেননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা। করাচিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয়েছে পাকিস্তান। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি দলটির জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।  

প্রথম ম্যাচে হারের পর চাপে থাকা পাকিস্তান গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলতে নামবে দুবাইয়ে। যেখানে ধারণা করা হচ্ছে, গ্যালারিতে পাকিস্তানের চেয়ে ভারতীয় সমর্থকই বেশি থাকবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কী করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

এদিকে লাহোরে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত! পিসিবির বড় গাফিলতি

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান লড়াইয়ের বাকি মাত্র একদিন। তবে তার আগেই এক অবাক করা ঘটনা ঘটে গেছে—পাকিস্তানের লাহোরে বেজে উঠেছে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’!  

বিস্ময়কর বিষয় হলো, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘটলেও সেখানে খেলতেই যাবে না ভারতীয় দল। ঘটনাটি ঘটে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ শুরুর আগে। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ান। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানো হয়, এরপর স্বাভাবিক নিয়মে বাজানোর কথা ছিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। কিন্তু অপ্রত্যাশিতভাবে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত—‘ভারত ভাগ্য বিধাতা’!  

আয়োজকরা দ্রুত ভুল বুঝতে পেরে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজান। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে! মুহূর্তটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমালোচনার ঝড়ের মুখে পড়ে এবং অনলাইনে নানা ট্রলের শিকার হয়।  

এর আগেও করাচির জাতীয় স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে পরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচের সময় ভারতের পতাকা উড়তে দেখা যায়।  

এদিকে, আজকের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছে তারা। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন, তিনি ১২৪ বলে ১৪১ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া জো রুট ৭৮ বলে ৬৮ রান করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url