তুষারপাতের মাঝেই মেসির জাদু, জয় পেল ইন্টার মায়ামি

Messi's magic

প্রচণ্ড তুষারপাতের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ, তবে আবহাওয়ার উন্নতি হয়নি খুব একটা। তীব্র ঠাণ্ডার মধ্যেই মাঠে নামতে হয়েছে ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটিকে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি, আর তার দুর্দান্ত গোলেই জয় তুলে নিয়েছে মায়ামি।  

কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে কোনো গোল হয়নি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে একমাত্র গোলটি করেন মেসি।  

ম্যাচের ৫৬তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান সের্হিও বুসকেতস। বক্সের ভেতরে বুক দিয়ে বল থামিয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন মেসি। নতুন বছরে এটিই তার প্রথম গোল, আর ইন্টার মায়ামিরও এটি নতুন বছরের প্রথম অফিসিয়াল জয়।  

মেসির এই গোলের প্রশংসায় ভাসিয়েছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দুর্দান্ত গোল! তবে যারা মেসিকে চেনেন, তাদের জন্য এটা নতুন কিছু নয়। এরকম গোল সে হাজারবার করেছে। আমাদের দলে তার মতো একজন খেলোয়াড় থাকাটা সত্যিই সৌভাগ্যের।’

আগামী মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে ইন্টার মায়ামি, যেখানে মেসির দল এগিয়ে থেকেই নামবে জয় নিশ্চিত করতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url