নতুন শিল্প সচিব, আরও ৯ সচিব দু-এক দিনের মধ্যে

 

Public Administration news

নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমান। এছাড়া, দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।

এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। এদের অধিকাংশই যোগ্য এবং এতদিন বঞ্চিত ছিলেন। তাঁদের মধ্যে কেউ চুক্তিভিত্তিক নন, বরং চাকরিতে কর্মরতদের মধ্য থেকেই সচিব করা হচ্ছে।

সাবেক ডিসিদের বিষয়ে

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসক (ডিসি) বা অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মোখলেস উর রহমান বলেন, ‘যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের কেউ ওএসডি হয়েছেন, কেউ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া, যাঁরা অর্থনৈতিক অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিভিন্ন সংস্থা ও নিজস্ব তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে শুধু সেসব অভিযোগই দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এটি সাধারণীকরণ করা হবে না। যাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বা যাঁরা অপরাধের সঙ্গে জড়িত নন, তাঁরা সাময়িকভাবে ওএসডি হলেও তাঁদের স্বাভাবিক জীবনযাপনে কোনো বাধা থাকবে না। সরকার পক্ষপাতিত্ব না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছে, যাতে নিরীহ কোনো কর্মকর্তা অসম্মানিত না হন।’  

২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, ‘এ সংক্রান্ত সম্পূর্ণ তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসার পর বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিষয়গুলো বিশ্লেষণ করবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষপাত থাকবে না, বরং সব কিছু নিয়মনীতি মেনে ধীরস্থিরভাবে করা হবে, যাতে কোনো কর্মকর্তাই ক্ষতিগ্রস্ত (ভিকটিম) না হন।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url