‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে কেঁদে ফেলেন রাশমিকা
‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যপট অনুযায়ী, রণবীর কাপুর রাশমিকা মান্দানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারণা করেন, যা রাশমিকাকে গভীরভাবে আঘাত করে এবং তার চোখে পানি এনে দেয়। তবে শুধু চরিত্রের মধ্যে নয়, ছবির শুটিং সেটেও রণবীরের কারণে রাশমিকার চোখে জল এসেছিল, যদিও তখন শুটিং চলছিল না।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে ‘অ্যানিম্যাল’ ছবির শুটিং সেটে রাশমিকা মান্দানার এক হৃদয়গ্রাহী অভিজ্ঞতা। শুটিং চলাকালীন একদিন নাস্তার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রাশমিকার ভাষ্য অনুযায়ী, ‘‘সেদিনের নাস্তা আমার একদমই পছন্দ হয়নি। খুব বিরক্তিকর লাগছিল। তাই আমি এ নিয়ে অভিযোগ জানিয়েছিলাম।’’
এ ঘটনার পরদিনই রণবীর কাপুর তাকে এক অবাক করা সারপ্রাইজ দেন। রাশমিকা জানান, ‘‘আমি দেখলাম, পরদিন আমার জন্য বিশেষভাবে নাস্তার ব্যবস্থা করা হয়েছে! কী দারুণ ব্যাপার! রণবীর নিজের রন্ধনশিল্পীকে দিয়ে আমার জন্য বিশেষ কিছু রান্না করিয়েছেন।’’
রণবীরের এমন আন্তরিক আতিথেয়তায় অভিভূত হয়ে পড়েন রাশমিকা। এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তার চোখে পানি এসে গিয়েছিল। তার মনে হয়েছিল, আগের দিন যে খাবার একেবারেই ভালো লাগেনি, সেটিই এত সুস্বাদু হয়ে উঠল কীভাবে!
রণবীর বিষয়টি মজার ছলে আরও রঙিন করে তোলেন। কৌতুকমিশ্রিত ভঙ্গিতে তিনি বলেন, ‘‘কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?’’
এর উত্তরে রাশমিকা হাসতে হাসতে বলেন, ‘‘তুমি খুবই ভাগ্যবান যে তোমাদের একজন দারুণ রন্ধনশিল্পী আছে। আমাদের তো তা নেই।’’ এরপর আরও মজার ছলে যোগ করেন, ‘‘আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে হায়দরাবাদ থেকে ব্যক্তিগত রন্ধনশিল্পী নিয়ে আসা সম্ভব নয়!’’
শুটিং সেটে এই ঘটনার মাধ্যমে রণবীর ও রাশমিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উষ্ণতা আরও একবার প্রকাশ পেয়েছে। রণবীরের আন্তরিক ব্যবহার ও রসিকতা সহশিল্পীদের প্রতি তার যত্নশীল মনোভাবেরই প্রতিফলন।