রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৯ শতাংশ

 

ruet admission test 2025

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির মূল ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ১০ শতাংশ।

রুয়েটের বিভিন্ন ভবনে 'ক' গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। অন্যদিকে, 'খ' গ্রুপের পরীক্ষার সময়সূচি ছিল সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত। নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ২ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিলেন, যার মধ্যে ৭ হাজার ৯৩০ জন পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভর্তি পরীক্ষার দিন সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রুয়েট ক্যাম্পাস। পরীক্ষাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রুয়েটের ইতিহাসে এবারই সর্বাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মর্তুজা জানিয়েছেন, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা ৮ মার্চ প্রকাশিত হতে পারে। ভর্তি পরীক্ষার ফলাফল admission.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বছর রুয়েটের ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url