শিমুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি

Shimul Flower
কমলগঞ্জ উপজেলার প্রধান সড়কের পাশে শিমুল ফুলে শোভিত গাছ

কমলগঞ্জে গ্রামবাংলার প্রকৃতি রঙিন হয়ে উঠেছে শিমুল ও পলাশ ফুলের সৌন্দর্যে। ঋতুরাজ বসন্তের আগমনে আগুন রঙা শিমুল ফুলের মনোমুগ্ধকর রূপ প্রকৃতিপ্রেমীদের হৃদয় কেড়ে নিচ্ছে। বাতাসে বইছে আনন্দের পরশ। চারদিকে সবুজ পাতার মেলা, মুকুলের সৌরভ, রঙিন ফুলের বাহার আর কোকিলের মধুর কুহুকুহু ডাক জানান দিচ্ছে বসন্তের উপস্থিতি।

সরেজমিন ঘুরে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার প্রধান সড়কের দুপাশে কিছু শিমুল ও পলাশ গাছ এখনো শোভা বর্ধন করছে। তবে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে হাতে গোনা কয়েকটি শিমুল গাছেই ফুল ফুটতে দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার বুক থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে শিমুল ও পলাশ গাছ।

একসময় প্রকৃতিতে স্বাভাবিকভাবেই জন্ম নিত শিমুল গাছ। তখন এটি অর্থনৈতিকভাবে লাভজনকও ছিল। অনেকে নিজেদের গাছের তুলা ব্যবহার করে লেপ, তোশক ও বালিশ তৈরি করত। গ্রামের দরিদ্র মানুষ শিমুলের তুলা কুড়িয়ে বিক্রি করত, যা তাদের জন্য আয়ের একটি মাধ্যম ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে অর্থনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলায় ক্রমেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে শিমুল ও পলাশ গাছ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url