ছাত্রদের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’

 

students revolution
আত্মপ্রকাশ করেলো ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের নতুন সংগঠন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৬টায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

অন্যদিকে, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের এবং সদস্যসচিব হিসেবে মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান। এছাড়া, মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে, ২০২৩ সালে আকতার ও নাহিদের গঠিত সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

এছাড়া, সদস্যসচিব জাহিদ আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সদস্যসচিব মহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url