বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত, শ্রদ্ধায় স্মরণ বিপ্লবী নারী

 

sudeshna 2025

আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৯৬ সালের ১৬ মার্চ প্রাণ দেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিপ্লবী নারী সুদেষ্ণা সিংহ। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩২ বছর।

bm sudeshna 2025

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের শহীদ কুমারী সুদেষ্ণা সিংহকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মণিপুরী সম্প্রদায়। শনিবার (১৬ মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শোকর‍্যালি ও শহীদ সুদেষ্ণার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে একাডেমির অডিটোরিয়ামে প্রধান অতিথি মোহাম্মদ ইসরাইল হোসেন, জেলা প্রশাসক, মৌলভীবাজার, প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও উপেন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রতাপ চন্দ্র সিংহ, কেন্দ্রীয় সভাপতি, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।

"সুদেষ্ণাই বিশ্বের প্রথম আদিবাসী ভাষা শহীদ"

বক্তারা বলেন, পৃথিবীর ভাষার ইতিহাসে ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির সংগ্রামের ক্ষেত্রে ১৬ মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কখনোই সুদেষ্ণার আত্মত্যাগ ভুলতে পারে না।

তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভাষার অধিকারের জন্য আন্দোলন হয়েছে, কোথাও অহিংস, কোথাও সহিংস। তবে সুদেষ্ণা সিংহই বিশ্বের দ্বিতীয় নারী ও প্রথম আদিবাসী, যিনি মাতৃভাষার স্বীকৃতির আন্দোলনে প্রাণ দিয়েছেন। প্রসঙ্গত ইতিহাস বলে, এ পর্যন্ত মাত্র দুইজন নারী ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের একজন সুদেষ্ণা।

বাংলাদেশ-ভারতে ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি

বক্তারা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার অস্তিত্ব রক্ষার সংগ্রামে বাংলা ভাষা আন্দোলনের মতোই প্রাণ ঝরেছে। তারই ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ১৬ মার্চ ভারতের আসামে মাতৃভাষার অধিকার চাইতে গিয়ে প্রাণ দেন বিপ্লবী নারী সুদেষ্ণা সিংহ।

তার আত্মত্যাগের মধ্য দিয়ে মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা একটি অনন্য স্বীকৃতি লাভ করেছে। তাই ভারত ও বাংলাদেশের মণিপুরী সম্প্রদায় প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে ১৬ মার্চ দিনটি পালন করে আসছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url